ফাইভারে কাজ পাওয়ার হিডেন টিপস
ফাইভারে কাজ করতে হলে অবশ্যই আপনাকে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হবে আর আপনার কৌশলী আপনাকে সঠিক একজন ফ্রিল্যান্সার তৈরি করবে । আপনাদের সাথে আজ ফাইবারে কিভাবে আপনি দ্রুত ভাবে কাজ পাবেন এবং আপনি একজন সঠিক ফিল্যান্সার হবেন সেই সকল টিপস গুলো এখন আমি পর্যায়ক্রমে শেয়ার করব তাই আপনারা পোস্ট টি মনোযোগ সহকারে পড়বেন এবং আপনার যদি কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ।
1.জিরো নলেজ
হ্যাঁ আমি বলব এটাও সম্ভব আপনি কোন কাজ না জেনেও ফাইভার থেকে ইনকাম করতে পারেন তো আমি আপনাদের উত্তরটি দিচ্ছি যে কিভাবে আসলে আপনি করবেন ফাইবারে আপনি একটা গিগ রাঙ্ক করুন । ধরুন আপনি সেই কাজটা পারেন না কিন্তু সেই কাজটাই আপনি নিলেন যখন নিবেন আপনি একজন বাইরের কাছ থেকে ধরুন কাজটা নিয়েছেন 50 ডলারে আপনি ওই কাজটাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে সেখানে গিয়ে আপনি সেই কাজটা 20 ডলার দিয়ে করিয়ে নিন কাজটা করে নেবার পর আপনি ফাইবারে আবার ওই বায়ারকে কাজটা বুঝিয়ে দিন এতে করে আপনার খরচ হবে 20 ডলার কিন্তু আপনি কিন্তু ইনকাম করলেন 50 ডলার ।