PAIDVERTS থেকে ইনকাম করুন।

PAIDVERTS

এবার paidverts এর পালা সবচেয়ে মজার ব্যাপার হলো নিওবাক্স থেকেও বেশী পরিমান ইনকাম করতে পারবেন পেইডভারস এর মাধ্যমে এবং বলে রাখা ভালো paidverts এ খুব কম সময়ের মধ্যেই সফলতা পাওয়া যায় ।তাহলে শুরু করি …।

এখান থেকে আপনি অতি সহজেই আয় করতে পারবেন কোন টাকা খরচ না করে। সাইটটি পিটিসি এর ক্যাটাগরিতে পরলেও অন্য সব পিটিসি সাইট থেকে সম্পুর্ন আলাদা। ফ্রি মেম্বারঃ ফ্রি মেম্বার হিসেবে অন্য পিটিসি সাইট থেকে ১$ আয় করতে আপনার ২০-৩০ দিন সময় লাগবে আর এই সাইটে আপনি প্রায় চার থেকে পাঁচ দিনেই ১$ আয় করতে পারবেন। সবচেয়ে ব্যতিক্রম ব্যাপার হচ্ছে এই সাইট আপনাকে ০.০০১-০৫$ মুল্যের এড দিবে।ইনভেস্ট হিসেবেঃ যারা একটু ইনভেস্ট করে আয় করতে চান, তাদের জন্য রয়েছে আনলিমিটেড আয়ের সুযোগ। এখানে আপনি ইচ্ছা করলে ১$ থেকে শুরু করে যত খুশি তত ইনভেস্ট করে আয় করতে পারেন (ইনভেস্টবলতে এই টাকা দিয়ে আপনি আপনার সাইট বা পণ্যের জন্য এড কিনবেন)। যেমনঃ আপনি যদি ১$ ইনভেস্ট করেন তাহলে সাথে সাথে ১.৫৫$ এর এড পাবেন, তার মানে ১$ ইনভেস্ট এ সাথে সাথে ০.৫৫$লাভ যত বেশি ইনভেস্ট তত বেশি আয় (ইনভেস্ট না করলেও আয় করতে পারবেন,ইনভেস্ট করা আপনার ইচ্ছা)। পেমেন্ট সিস্টেমঃ পেমেন্ট সিস্টেমঃ এটি my traffic-value এর একটি শাখা আর my traffic-value ৩ বছর যাবত অনলাইনে পে করে আসছে একমাত্র এই সাইটের রয়েছে সর্বোচ্চ পেমেন্ট সিস্টেম। যেমনঃ paypal, payza, egopay, STP, western union money transfer and Bankwire (অন্য কোন সাইট এতগুলো পেমেন্ট প্রসেসর সাপোর্ট করে না)। ১০০% পিওর ও ট্রাস্টেড এবং সকলকে পে করে থাকে। ফ্রি মেম্বার হিসেবে কিভাবে কাজ করবেনঃ এখানে কাজ একটু ভিন্ন ধরনের তবে সহজ। আসুন এবার দেখে নেয়া যাক Paidverts এ আয় করার পদ্ধতি।-
>> paidverts এ ভালো পরিমান ইনকাম করতে হলে অবশ্যই ইনবেষ্ট করতে হবে তবে ভয়ের কিছু নেই আপনার পকেটের টাকা ইনবেষ্ট করতে বলবো না ।।এই সাইটের টাকাই এই সাইটে ইনবেষ্ট করবেন।

প্রথম লক্ষ ১$  ইনকাম করা কারন ১$ invest করলে 1.55 $ = profit 55 cent.

১ ডলার ইনকাম করতে মাত্র ১ সপ্তাহ লাগবে ,এখন বলে রাখা ভালো পেইডভার এ দুই রকমের এড পাওয়া যায় ১।BAP ad ( bonus add point ) ২ ।পেইড এড যাকে বলা হয় ডলার এড । আপনার যত বেশিbap point থাকবে তত বেশি ইনকাম করতে পারবেন ।তাই আপনাকে প্রথমে bap যোগাতে হবে ।কিভাবে বেপ যোগাবেন? আপনাকে তারা প্রতিদিন ২০০ বেপ ফ্রী দেবে এগুলো দেখলে একটু পরেই আপনাকে বেপ এর বিনিমূল্যে পেইড এড দেবে কিন্তু এভাবে আর কত টাকা ইনকাম করতে পারবো ??তাহলে চলুন এভার মূল ঘটনায় যাই।
যেহেতু BAP এর উপরই হচ্ছে ইনকাম তাহলে বেপ বাড়ানোর উপায় কি?

 

এখন আরেকটা ব্যাপার পরিষ্কার করা দরকার সেটা হল এড কিনা যেই কথা বেপ কিনা একই কথা মুলত আমরা এড কিনাকেই বেপ কিনা বলি।

এবার একটা হাতে কলমে হিসাব করবো তাতেই আপনি সবকিছু বুঝে যাবেন।

এখন সময় এসেছে আপনার সহকারী সাইটগুলোকে কাজে লাগানোর যেমন প্রথম মাসে আপনার ইনকাম হবে trafficmonsoon= 3$     ojooo= 3$ and paidverts 5$ পেইডভার এর ইনকাম একটু বেশি ধরার কারন হল আপনি প্রতি ১ ডলার ইনবেষ্ট এ ৫৫ সেন্ট লাভ করবেন তাই এভারেজে ৫ ডলার দরলাম এবার আসুন দ্বীতিয় মাস থেকে আপনার ইনকাম শুরু। এখন আমাদের হাতে আছে 3+3+5=11$ প্রথম মাসে without referral…

2nd month start……

আমার কাছে এখন ১১ ডলার আছে ।

একসাথে ১০ ডলার ইনবেষ্ট করলাম লাভ হল =৫ ডলার (৩দিনে)মোট হল=১৫$ হাতে ছিল ১ ডলার মোট হল ১৬ ডলার।এখন সংক্ষেপে হিসাব করি কষ্ট করে বুঝে নিয়েন।

Invest 16$=profit 8$=24$

Invest 24$=profit 12$=36$

Invest 36$=profit 18$=54$

Invest 54$=profit 27$=81$

Invest 80$=profit 40$=120$

Invest 120$=profit 60$=180$

Invest 180$=profit 90$=270$

Now stop investing….

Now start received your money

এখন ২৭০ ডলার আছে এখন থেকে আপনি প্রতি ১০ দিন পর পর ২৭০ ডলার করে ইনভেস্ট করুন আপনার লাভ হবে ১৩৫ ডলার ১০দিনে তাহলে ৩০ দিনে ৪০৫ ডলার বা ৩২৪০০ টাকা মাত্র।এই ফাকে কিছু কথা বলি ।পোষ্টের নিচে আপনাদের জন্য রেখেছি সেই top 10 ptc site join link আপনাদের কাছে আমার অনুরোধ রইলো, আমার দ্বারা যদি আপনি কিছুটা ও শিখে থাকেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে আমার দেয়া লিংকে ক্লিক করে রেজিষ্ট্রেশন করবেন। আপনারা শুনে খুশি হবেন এই যে নতুনদের সাহায্য করার জন্য রেখেছি আমার FB group . গ্রুপে যেকোনো সমস্যার সমাধান দেয়া হয় পোষ্ট করার সাথে সাথেই ।

 

আচ্ছা পেইডভাররের আরেকটা বিষয় যেটা না বললেই নয়।

ইনবেষ্ট করা বা BAP বা এড কিনা একই কথা।
BAP সংগ্রহ বা এড কিনা বা ইনবেষ্ট করার পদ্ধতি :-

 

Login to your account after registration

Click cashier

Click buy ads

Click bulk ad CREATE CAMPAIGN
1. Enter the website URL you’d like to promote: এখানে আপনার নিজের কোনো ওয়েব সাইট থাকলে দিন আর না থাকলে এই সাইটটি দিনwww.ptcbazzar.blogspot.com তারপর verify এ ক্লিক করে confirmকরুন।2 ও 3 নং বক্সে Add Banner Image এ ক্লিক না করে দুটাতেইOPT OUT  এ ক্লিক করে দিন ।
3. Enter three lines of text about your business ৩ টা ঘরে যেকোনো ৩ টা লাইন আপনার সম্পর্কে লিখতে হবে।
4. Enter your payment method: দিয়ে এ্যাড একটিভ করতে হবে।
5. Quantity Selection: 1 দিয়ে Purchase Ads এ ক্লিক করতে হবে। এ্যাড এক্টিভ হলে আপনার কাজ শুরু।।
Paid Ads A ক্লিক করে Ads গুলো দেখবেন প্রত্তেক দিন ২-৩ বার। নতুন যারা তারা fb group এ যোগাযোগ করতে পারো । বিঃদ্র : এইসাইটেদিনে ২-৩ বার কাজ করতে হবে।.২-৩ দিন কাজ করার পর থেকে আপনার ইনকাম বারতে থাকবে ।

……….end the paidverts…………

 TOP 10 REAL TRUSTED PTC SITE RAGISTRATION LINK নিচে দেয়া হলো।।

JOIN HERE এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করে নিন ১০টি অথবা ৫ টি হাই পেয়েবল সাইটে । RANK  অনুসারে সাজানো আছে প্রথম ৫ টি হল হাই পেয়েবল সাইট।

1:- NEOBUX.COM 

2:- PAIDVERTS.COM 

Post a Comment

Previous Post Next Post